December 23, 2024, 7:47 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

মোরেলগঞ্জে ভাইকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি। 233 বার
আপডেট সময় : শনিবার, এপ্রিল ২০, ২০২৪



বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জহিরুল ইসলাম ডালিম(৩৫) নামের এক যুবক কে তার সৎ মা ও সৎভাইয়েরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত জহিরুল ইসলাম ডালিম (৩৫) উপজেলার উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে । খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পারিবারিক কলহের কারণে ডালিমকে তার সৎ মা জুলেখা বেগম, সৎভাই নাইম ও সিয়াম মারধরসহ কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ উপজেলার হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন শনিবার সকালে বলেন, মারধরে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেহ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com