খুলনার বিশিষ্ট লোকগবেষক, দৈনিক পূর্বাঞ্চল মফস্বল ও সাহিত্য সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজী মহাসিন রোডস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার বাদ আছর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।”
আশির দশকে দৈনিক পূর্বাঞ্চলে যোগদান করেন গোলাম মোস্তফা সিন্দাইনী। একইসঙ্গে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগে শিক্ষাকতা শুরু করেন। খুলনা অঞ্চলের লোক কাহিনী নিয়ে গবেষণা ছিল তার শখ। তার সংগ্রহে অসংখ্য বই, পত্রিকা ও লোক সাহিত্য রয়েছে।#
sm;kb