বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের শান্তিগঞ্জ মোড়ে একটি ফার্নিচারের গোডাউনে সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে গোডাউনে পুড়ে ভস্মিভুত হয়েছে। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। গোডাউন মালিক উপজেলার মুলঘর শান্তিগঞ্জ এলাকার আব্দুল জলির মোল্লার জানান, রবিবার রাত ১০ টার দিকে গোডাউন বন্দ করে বাসায় যান। রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট উপজেলার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। এ সময়ের মধ্যে গোডাউনে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র ফার্নিচার পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এতে প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গোডাউন মালিক জলিল মোল্লা জানান। ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, উপজেলা সদরের শান্তিগঞ্জ এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আব্দুল জলিল মোল্লার ফার্নিচারের গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। রাতেই ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন করায় আগুন ছড়াতে পারেনি।#
ad