December 23, 2024, 10:25 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

পূর্বধলায় ভোট দিলেন তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার চুমকী

নেত্রকোনা প্রতিনিধি 280 বার
আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার চুমকী। তিনি রোববার (৭ জানুয়ারি) সকালে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন। তার বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামে।

চুমকীর বাবার নাম মো. সুরুজ আলী, মা মোছা: পুলেছা বেগম। বর্তমানে ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা আশ্রয় কেন্দ্রে তার বসবাস। উপজেলার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তার খোঁজখবর নিতে গেলে বেড়িয়ে আসে তার জীবনের অজানা তথ্য। একান্ত আলাপে চুমকি জানায়, বালিয়া মাদরসায় অধ্যয়নকালে তিনি প্রথম জানতে পারেন তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। তখন তার বয়স ছিল ৮ বছর।

প্রথম তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে তিনি বলেন, আমি এই প্রথম ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত। তার কাছে কেউ ভোট চায়নি, ভোট দেওয়া তার অধিকার বলেই ভোট দিতে এসেছেন। বাংলাদেশে তৃতীয় লিঙ্গের প্রার্থী আছে। তিনি আরো জানান, সকলকে নিয়ে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ভোটে লড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com