প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনা মহানগরীকে সুন্দর-পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একইসাথে সরকার স্বল্প আয়ের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
শনিবার (০৬ এপ্রিল) দুপুর ২টায় নগরীর রায়পাড়া মেইন রোডের লিটন স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন, বাজার নিয়ন্ত্রণে টিসিবি’র মাধ্যামে নগরীতে চাল, ডাল, তেল, চিনি ও খেজুর বিতরন করা হচ্ছে, এধারা অব্যাহত থাকবে।
লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. মো. সাঈদুর রহমান, সাধারন সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মাসুম বিল্লাহ, সাবিনা ইয়াসমীন, রানু দাস, ইঞ্জি: শামীম আহসান, কামরুল ইসলাম, লিটন স্মৃতি সংসদের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সমীর কুমার দে, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, মিজানুর রহমান নাজু, কিংকর দাস, মুকুল দাস, বিপ্লব সাহা, পারভেজ সাজ্জাত সুমন, মুকুল, রাজা, আনোয়ার, টুলু, ফয়সালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।
#