January 1, 2025, 11:29 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

গাজীপুরে জাল ভোটে সহায়তায় নৌকার এজেন্টকে ৬ মাসের দণ্ড

গাজীপুর প্রতিনিধি 339 বার
আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪
ছবি প্রতীকী

গাজীপুর-১ আসনের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় একটি ভোট কেন্দ্রে জাল ভোটের সহায়তা করার অভিযোগে মোজাম্মেল হক রিপন (৪৮) নামে নৌকার এক এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কোনাবাড়ী থানা পুলিশ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। থানা সূত্রে আরও জানা গেছে, কোনাবাড়ি থানাধীন আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর কেন্দ্রের নৌকার এজেন্ট রিপন। এজেন্টের দ্বায়িত্ব পালনের ফাকে অসৎ পন্থা অবলম্বন করে জাল ভোটে সহায়তা করার সময় প্রিসাইডিং কর্মকর্তার সন্দেহ হলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত টিমকে খবর দেন।

পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোজাম্মল হককে দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১-চ ধারা ভঙ্গের অপরাধে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে জানা যায়, কারাদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক রিপন কোনাবাড়ী থানার আমবাগ গ্রামের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com