January 10, 2025, 6:22 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তি প্রদান, পুলিশ সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ :মোজাম্মেল

উত্তাল ডেস্কঃ 357 বার
আপডেট সময় : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে গতকাল সোমবার কেএমপি হেডকোয়াটার্সের সম্মেলন কক্ষে গতকাল দুপুর সাড়ে ১২টায়। কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
মেধাবৃত্তি অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তান যারা কৃতিত্বের সাথে ভাল ফলাফল করেছেন তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয়।” 

উলে­খ্য, ২০২২ সালে এসএসসিতে সকল বিষয়ে এ+ প্রাপ্ত ফাতেমা নাইস মেঘা; তাবাচ্ছুম আফরিন, আফরিন মিম, সানজিদা ইসলাম সিলমী, নিগার নেহেরুমা, জান্নাতুল ফেরদৌস ইভা, জয় বিশ্বাস, সায়মা ইসলাম, মোঃ জিহাদ গাজী, শাহরুখ তরফদার, মোঃ মোজাফ্ফর হোসেন রাজিব, হুমায়রা তাসনিম ঋতু, আব্দুল­াহ আল ফারদিন, অর্ণি মিস্ত্রি, অংকন হালদার, মোসাঃ আসরোজা আবেদীন কথা, রুবিনা আক্তার মিতু, সরদার জান্নাতুল ফাতেমা অহনা, মোঃ এম কে আলম, লাইমা রহমান, শাহরিয়ার সামীম জয়, মোঃ রিদানুল ইসলাম, মোসাঃ কানিজ ফাতেমা, মোঃ মেহেদী হাসান, সুমাইয়া আক্তার, আবু জার গিফারী, উর্মি আক্তার, জান্নাতুল ফেরদৌস হৃদি, মোসাঃ নুসরাত জাহান, রাখি পূর্ণিমা রায়, তানজিনা তাবাসসুম কনা, সামিয়া ইয়াসমিন, মোঃ রাকিবুল হাসান রাতুল, আল মাহমুদা, জান্নাতুল ফেরদৌস এবং ২০২২ সালে এইচএসসিতে সকল বিষয়ে এ+ প্রাপ্ত ফাহমিদা তাসনিম মলি, মোঃ মাহফুজুর রহমান, নুসরাত জাহান, বঙ্কিম চন্দ্র সরকার, মোসা সুমাইয়া আক্তার ইভা, অমিত কুমার পালদেরকে ক্রেস্ট, সম্মানী অর্থ এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।”

মেধাবৃত্তি অনুষ্ঠানে কেএমপি কমিশনার বলেন, আজকের এই দিনটি পুলিশ সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা ক্রেস্ট, সম্মানী অর্থ এবং সম্মাননাপত্র পেয়েছে প্রত্যেকটি সন্তানই বলেছে তাদের বাবার পেশা নিয়ে গর্বিত।” 
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত ডিআইজি), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি), ডেপুটি কমিশনার (লজিস্টিকস এ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান (অতিরিক্ত ডিআইজি), ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।”

sm.kb


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com