মোড়লগঞ্জ মুখে টেপ লাগানো
যুবকের লাশ উদ্ধার।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুখমন্ডলে টেপ প্যাঁচানো অবস্থায়
হাসান শেখ(২০) এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবা২৮ এপ্রিল) স
সকালের দিকে উপজেলার তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের
কাছে একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ লাশ টি উদ্ধারসহ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। লাশের পরিচয় করে পুলিশ জানায় নিহত
হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের রাসেল শেখের ছেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা
করা হচ্ছে। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাকিব আল হাসান বলেন, নিহত হাসান শেখ একজন পেশাদার রিকসা ভ্যান চালক । তার মুখমÐলে কসটেপ
প্যাঁচানো অবস্থায় মাাছের ঘের থেকে লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করছে, হাসান শেখ পরিকল্পিত হত্যাকান হত্যা কান্ডের শিকার
হয়েছেন। লাশের ময়না তদন্তের পর আরো নিশ্চিত হওয়া যাবে। আমাদের তদন্ত
চলছে।#az