বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর মান্দ্রা বাজার এলাকায় স্থানীয় জনতা
কতৃক ইয়াবা(মাদক) সহ ফারুক বিশ্বাস (৩০) নামের একজন চিহ্নিত
মাদক বিক্রেতা আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে ফারুক কে
বাগেরহাট সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ফারুক
বিশ্বাসের বিষ্ণুপুর মান্দ্রা এলাকার মুনসুর বিশ^াসের ছেলে। ফারুক
বিগত সময়ে বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুমনের
সহযোগিতায় এ মাদক ব্যবসা করছিল। বাগেরহাট সদর মডেল থানা
পুলিশ জানায়, শুক্রবার ইফতার পরবর্ত্তি সময়ে মান্দ্রা বাজার এলাকায়
ভ্রাম্যমানভাবে ইয়াবা বিক্রিকালে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। পরে
থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক কে
গ্রেফতার করে এবং তার নিকট থেকে ১০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ
বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহমুদ হাসান জানান
ইয়াবাসহ আটক ফারুক বিশ্বাসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন
আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালেই তাকে
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এ ছাড়াও ধৃত ফারুক বিশ্বাসের
বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।#
আ,হ