যথাযথ মর্যাদায় বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দশানী মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ। এর পরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা পুলিশের কর্মকর্তাগণ,
বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলামসহ, মুক্তি যোদ্ধা সংসদ, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাা জানানো হয়। বুধবার (২৬ শে মার্চ)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করছে।