শরণখোলায় বড় ভাইয়ের দাফনের পরই ছোট
ভাইয়ের মৃত্যু!
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় বড় ভাইয়ের জানাজা ও দাফন শেষ হওয়ার
কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের। হৃদয় বিদারক এই
ঘটনটি ঘটেছে বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার
রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকার নিজ
বাসায় মারা যান বড় ভাই লালমিয়া হাওলাদার (৬৫)। ভোররাত তিনটার
দিকে গ্রামের বাড়িতে আনা হয় তার মরদেহ। খবর পেয়ে বাড়িতে
আসেন খুলনায় বসবাসরত ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার (৪৮)।
সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
লালমিয়াকে।
পরিবারের অন্যদের সঙ্গে বড় ভাইয়ের দাফন-কাপন সম্পন্ন করার
কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই জাহাঙ্গীর। দ্রæত
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। পর পর দুই ভাইয়ের মৃত্যুতে মাতম চলছে পরিবারে। শোকের
ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।
মৃত জাহাঙ্গীর হাওলাদারের শ্যালক মানিক শেখ জানান, সুস্থ্-
স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহন করেন তার
ভগ্নিপতি। সকাল অনুমানিক ৯টার দিকে পরিবার ও গ্রামের
লোকজনের সঙ্গে বসে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাকে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন।মানিক শেখ জানান, বিকেলে বাদ আসর জানাজা শেষে বড় ভাইয়ের
পাশেই দাফন করা হবে ছোট ভাইকে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্সের আবাসিক চিকিৎসক
(আরএমও) ডা. আশফাক হোসেন জানান, হাসপাতালে আনার
আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যু শোকে
হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ##