সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা
কামনায়
বাগেরহাটে বিএনপিা সাবেক সভাপতির ইফতার মাহফিল
।
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
বাগেরহাটের আইনজীবি- চিকিৎসকসহ সদর ও কচুয়া উপজেলার
পেশাজীবিদের সম্মানে জেলা বিএনপির সাবেক সভাপতি ইফতার
মাহফিল করেছেন। আর এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে
ছিলেন গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মোঃ মশিউর
রহমান। বিশেষ অতিথি ছিলেন অপর সচিব ড. ফরিদুল ইসলাম ও
বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ। বাগেরহাট শহরের শালতলাস্থ
জেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার আয়োজিত এ ইফতার মাহফিলে
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।
সংসদীয় আসন বাগেরহাট-২ অর্থাৎ সদর ও কচুয়া উপজেলার সকল
পেশাজীবি ও দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে ইফতার মাহফিল পুর্ব
আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনজীবি সমিতির আহবায়ক
অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল
নাসির আলাপ, মনিরুল ইসলাম, শেখ শমসের আলী মোহন, শেখ
সাহেদ আলী রবি, এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি সার্বিক ভাবে উপস্থাপন
করেন বিএনপি নেতা অধাপক হাদীউজ্জামান হিরো বক্তারা ৫ আগষ্ট
হাসিনা সরকারের পতনে ছাত্র-জনতাকে সাধুবাদ জানিয়ে বিএনপির
দলীয় ভাবমুর্তি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।#