,
বাগেরহাটে চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির দ্বি-
বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) সকাল
১০টায় উপজেলার প্রায়ত: এ্যাড. কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ হল
রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, শমসের আলী মোহন, আহবায়ক মনিটরিং কমিটি বাগেরহাট – ১ ও যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, অধ্যাপক হাদী উজ্জামান হিরো, সদস্য মনিটরিং কমিটি ও সদস্য
বাগেরহাট জেলা বিএনপি, এ্যাড,ফারহানা নিপা সদস্য মনিটরিং কমিটি
ও সদস্য বাগেরহাট জেলা বিএনপি, মোঃ মোমিনুল হক টুলু বিশ্বাস
আহবায়ক চিতলমারী উপজেলা বিএনপি,আহসান হাবিব ঠান্ডু সদস্য
সচিব চিতলমারী উপজেলা বিএনপি প্রমূখ। ভোট গননা শেষে বিজয়ীদের
নাম ঘোষনা করা হয়। প্রাপ্ত ফলাফলে মোঃ নজরুল ইসলাম সর্দার সভাপতি, মোঃ
রুহুল আমিন ফকির সাধারণ সম্পাদক ও মোঃ ইমাম হোসেন সাংগঠনিক
সম্পাদক পদে নির্বাচিত হন।