বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে
মানববন্ধন
বাগেরহাটে নারী, শিশু নির্যাতন ও ধর্ষশণের প্রতিবাদ, ধর্ষকদের শাস্তির দাবিতে
মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ
নেয়। মানববন্ধনে বক্তৃতা করেন সনাকের জেলা সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম
টুকু, সদস্য অধ্যাক্ষ খান সালে আহম্মেদ, বাবুল সরদার, অধ্যাক্ষ ঝিমি মন্ডল, অসীমা
ঘোষ, শেখ মুজিবুর রহমান, কাজী ডেইজী আকতার, টিআইবির এরিয়া
কোআডিনেটর বশির আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রুপ ধারণ করেছে।
প্রতিদিন ধর্ষণের খবর আসছে। ঘরে, বাইরে, শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র, শহর
গ্রাম কোথাও নারীর নিরাপত্তা নেই। নারীর নিরাপত্তা নিশ্চিতে ধর্ষণের বিদ্যমান
আইনকে আরও কঠোর করার দাবি জানান বক্তারা।