সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
Notice :

তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ৯০ এর ছাত্রদল ফোরামের।উত্তাল

স্টাফ রিপোর্টার: / ৯৬ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনার জের
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের
বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ৯০ এর ছাত্রদল ফোরামের
.
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে ৯০ এর ছাত্রদল ফোরাম নামের একটি সংগঠন। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে ওই সংগঠনটি। শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবী জানান সংগঠনের নেতারা। বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনার দুইদিন পর উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মামলাটি করেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের অনুসারি হিসেবে পরিচিত নজমল হোসেন।
৯০ এর ছাত্র আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রাখা ছাত্রদলের তৎকালিন ছাত্রনেতাদের নিয়ে সম্প্রতি বাগেরহাটে ছাত্রদল ফোরাম নামের একটি সংগঠনটি গড়ে তোলা হয়েছে। এই সংগঠনটি বাগেরহাটে বিএনপির মধ্যে গ্রুপিংয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে দেবেনা। সংগঠনটির উদ্দেশ্যে বাগেরহাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক অবহেলিত ও উপেক্ষিত ছাত্রদল নেতাদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করা, যোগ্যতা অনুযায়ি পদ পদবী দেয়া, তাদের বিপদে আপদে পাশে থাকা এবং দলের মধ্যে একতা ও ঐক্য প্রতিষ্ঠা করা।
গত ৬ মার্চ রামপাল উপজেলার ঝনঝননিয়ার চেয়ারম্যানের মোড়ে তৃণমূলে বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
লিখিত বক্তব্যে ৯০ এর ছাত্রদল ফোরামের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মইন উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর রামপালে আওয়ামী দু:শাসনের দোসররা বিএনপির ভেতরে প্রবেশ করে মাছের ঘের দখল, চাঁদাবাজি, দখলবাজিসহ দাঙ্গা হাঙ্গামা করে সাধারণ জনগনকে অতিষ্ট করে তুলেছে। বিএনপির ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে পতিত আওয়ামী স্বৈরাচারদের কিছু লোক বিএনপির মধ্যে ঢুকে পড়েছে। তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপির একটি পক্ষ। তার ধারাবহিকতায় ৯০ এর ছাত্র আন্দোলনের রাজপথের প্রথমসারির ছাত্রনেতা রামপাল উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তুহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখেন, গত ১৭ বছর নানা নির্যাতন সহ্য করে বিএনপিকে ধরে রেখেছি। ৫ আগষ্টের পর আমার অপসারণ ও বহিষ্কার চায় কেন, এরআগে আমাকে কেন বহিষ্কার চায়নি বিএনপির নেতাকর্মীরা। ৫ আগষ্টের পর যখন রামপালে লুটপাট শুরু হয় তখন আমি লুটপাটে বাঁধা দেয়ার পর আমি শত্রুতে পরিণত হয়েছি। আমি ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে যদি মাছের ঘের বসতবাড়ি দখলের অভিযোগ থাকে তাহলে আমার নামে মামলা দিয়ে জেলে দিয়ে দিবেন। কারা অপকর্ম করছে তাদের বিষয়ে আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ৯০ এর ছাত্রদল ফোরামের বাগেরহাট জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি নেতা শরিফ মোস্তফাজামান লিটু,

রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনসহ ছাত্রদলের প্রাক্তন নেতারা।#ap


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর