: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার খবরে আন্দোলনে নেমেছে ওই কলেজের শিক্ষার্থী ও নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা। আজ ১৩ ই মার্চ বেলা সাড়ে ১১ টায় কলেজের লাইব্রেরী কক্ষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষনা করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেন।
শিক্ষার্থীরা বলেন- মান উন্নয়ন না করে উল্টো
মানহীন আখ্যাদিয়ে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা অযৌক্তিক। এধরনের সিদ্ধান্ত নেয়া হলে মেডিকেল শিক্ষা ও চিকিৎসা খাতের বিশাল ঘাটতি তৈরি করবে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সংকোচিত হয়ে পড়বে। তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টদের সরে আসার দাবি করা হয়। অন্যথায় নওগাঁবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।