সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
Notice :

বাগেরহাটে এই প্রথম রায়েন্দা-মতিঝিল বি আরটিসি বাস সর্ভিস চালু।দৈনিক উত্তাল

স্টাফ রিপোর্টার : / ১৩৭ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মত সরাসরি বিআরটিসি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সর্ভিস চালু হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) বিকেলে শহরের খানজাহান আলী (রহ) এর মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মোঃ তাজুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, সচিব ড. ফরিদুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা,বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি বাস প্রতিদিন ভোর ৬টা এবং বিকেল ৪টায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথিমধ্যে মোরেলগঞ্জ, কচুয়ার সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দেপাড়া বাজার, গোপালগঞ্জ কাউন্টার থাকবে। প্রথমবারের মত রায়েন্দা থেকে ঢাকার রাজধানীর মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই বাসে ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট থেকে ঢাকায় যাওয়া আসা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মোঃ তাজুল ইসলাম।

তিনি বলেন, বিআরটিসির উপর মানুষের প্রতাশা দিন দিন বেড়ে যাচ্ছে। বিআইরটিসির প্রশিক্ষন ইউনিট এখন অনেক শক্তিশালী। বাগেরহাটে প্রশিক্ষনের জন্য সাব ডিপো করা যায় কিনা তা পরিকল্পনায় রয়েছে। এছাড়া বর্তমানে দুটি বাস চলবে, তবে ভবিষ্যতে বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাসে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় যাতায়েত করতে পারবে বলে জানান এই কর্মকর্তা।
স্থানীয় নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, শরীফ মোস্তফাজামান লিটু, ও এলাকার কয়েক জন গুনীজনরা জানান , সরকারি সংস্থার বাস চালু হলে বেসরকারি খাতে প্রতিযোগিতা বাড়বে। তখন বিভিন্ন কোম্পানির বাসমালিকেরা যাত্রীসেবার মান আরও উন্নত করতে বাধ্য হবেন।

বাগেরহাটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় আজ শুক্রবার বিকেল ৩ টায় খানজাহান আলি মাজার মহা সড়ক পার্শ্ববর্তী চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই রুটে বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর