সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
Notice :

কারাগারে অবাধে মিলছে মাদকদ্রব্য বন্দির কাছ থেকে ইয়াবা উদ্ধার।দৈনিক উত্তাল

স্টাফ রিপোর্টার : / ৫৭ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাট কারাগারে অবাধে মিলছে মাদকদ্রব্য
বন্দির কাছ থেকে ইয়াবা উদ্ধার, সেবনের অপরাধে
৪ জন বন্দীকে ডান্ডাবেরী পরানো হয়েছে
আজাদুল হক, বাগেরহাট ।
বাগেরহাট জেলা কারাগারে অবৈধভাবে অবাধে ঢুকছে মাদক দ্রব্য। বন্দি
কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবু নামের
একজন বন্দির কাছ থেকে ইয়াবা ট্র্যবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার
দুপুরে কারাগারে থাকা মেহেদী হাসান বাবুর ব্যাগ তল্যাসী চালিয়ে ৩
পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখানো হলেও এ ঘটনায় ব্যপক চাঞ্চল্যের
সৃষ্টি হয়। যদিও এ ঘটনায় কারাকর্তৃপক্ষ এ ঘটনায় মেহেদী হাসান
বাবুসহ চার কারাবন্দিকে শাস্তি হিসেবে ডান্ডাবেরী পড়িয়ে
দিয়েছে। ডান্ডাবেরী পরিহিত অন্য ৩ বন্দী হলেন, বাদল শেখ, ইউসুফ
শিকদার ও জসিম সরদার। বাগেরহাট কারাগার সূত্রে জানা যায়, গত ২৫
ডিসেম্বর পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা থেকে
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান
বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা
মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি বাগেরহাট কারাগারে
রয়েছেন। অসুস্থ্যতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রææয়ারী
বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয়
মেহেদী হাসান বাবুকে। এরপর কারা অভ্যন্তরে মাদক সেবনকালে মেহেদী
হাসান বাবুসহ ৪ জন কে ধরা হয়। পরে বাবুর ব্যাগ তল্যাশী করে ১০০
পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলেও আইনী জটিলতা এড়াতে মাত্র ৩
পিস ইয়াবার বিষয় উল্লেখ করা হয়েছে। সংরক্ষিত কারা অভ্যন্তরে ইয়াবা
(মাদক) প্রবেশের ক্ষেত্রে সিআইডির দায়িত্বে থাকা কারারক্ষি
আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে কারাগার সুত্র দাবি করছে।
সিআইডির দায়িত্বে থাকা কারারক্ষি আনোয়ারের কাছে এ বিষয়ে
জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান এবং দ্রæত কারা
ফটক থেকে সটকে পড়েন। কারাগার থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া
হানিফ সেখ নামের একজন হাজতী বলেন, টাকা হলে বাগেরহাট
কারাগারে সব কিছুই পাওয়া যায়। কারাগার কেন্টিন থেকে টাকা দিলে
বিড়ি-সিগারেট, গুল জর্দ্দা অতিরিক্ত মুল্যে পাওয়া যায়। কারাগারে মাদক
উদ্ধারের বিষয়ে জানতে পেরে এখানের সংবাদ কর্মীরা কারাগার ফটকে
গেলে দায়িত্বশীল কেহ কথা বলতে চায়নি। পরে জেলা প্রশাসকের
সরানাপন্ন হলে আধাঘন্টা পর জেল সুপার সংবাদ কর্মীদের সাথে
মুঠো ফোনে কথা বলেন। জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, সন্দেহ
হলে দায়িত্বরত কারারক্ষিরা আমাদের অবহিত করে। পরে মেহেদী হাসান
বাবুর ব্যাগ তল্যাশী করে তিন পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত
থাকার অপরাধে জেলকোড অনুযায়ী মেহেদী হাসান বাবুসহ ৪ জনকে
ডান্ডাবেরী দেওয়া হয়েছে। তবে কারা অভ্যন্তরে কিভাবে ইয়াবা প্রবেশ করল
এমন প্রশ্নের কোন জবাব দেননি জেল সুপার শংকর কুমার মজুমদার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর