সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
Notice :

সচিব ড.ফরিদুল ইসলাম এর প্রচেষ্টায় বাগেরহাট বাসীর ভোগান্তি কমাতে।উত্তাল

মাসুম হাওলাদার : / ৩৪৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

বাগেরহাটবাসীর ভোগান্তি কমাতে রায়েন্দা থেকে ঢাকা আসবে বিআরটিসি।

রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাটবাসীর যোগাযোগ আরও সহজ করতে রায়েন্দা টু ঢাকা রুটে বাসসেবা শুরু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি।

বাগেরহাটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় সাড়া দিয়ে আগামী ৭ মার্চ এই রুটে বাসসেবার উদ্বোধন করবে বিআরটিসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) বাদজুম্মা খান জাহান আলী মাজারের সামনে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এসময় উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ড. অনুপ সাহা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বাসমালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। আরো উপস্থিত থাকবেন বাগেরহাটের সন্তান সরকারের সচিব ডঃ মোঃ ফরিদুল ইসলাম।

উদ্বোধনের পর বিআরটিসি বাসটি রায়েন্দা যাবে। সেখান থেকে যাত্রীসহ ঢাকায় পৌছাবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে রায়েন্দা থেকে নলবুনিয়া বটতলা, নলবুনিয়া শরনখোলা, আমড়াগাছিয়া বাসস্ট্যান্ড শরনখোলা, পহলানবাড়ি, পল্লী মঙ্গল, কেয়ার বাজার মোড়েলগঞ্জ, বাদশারহাট, মোড়েলগঞ্জ, বড়ইখালী ফেরিঘাট (এপার), ছোলমবাড়ি ফেরিঘাট (ওপার), কালিকাবাড়ি মোড়েলগঞ্জ হয়ে চিতলমারীর ওপর দিয়ে ঘোনাপাড়া, পুলিশ লাইন এবং ভাংগা পেরিয়ে বাস গুলিস্তান পৌছাবে।

স্থানীয়রা বলছেন, সরকারি সংস্থার বাস চালু হলে বেসরকারি খাতে প্রতিযোগিতা বাড়বে। তখন বিভিন্ন কোম্পানির বাসমালিকেরা যাত্রীসেবার মান আরও উন্নত করতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর