ব্যতিক্রমী উদ্যোগ
বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ
এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা
দূর্ঘটনা রোধে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধ করা ও
সৌন্দর্য রক্ষায় অভিযান
:
বিশ^ ঐতিহ্যের অংশ বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকা
পরিস্কার পরিচ্ছন্ন রাখা, দূর্ঘটনা রোধে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধ করা ও
সৌন্দর্য রক্ষায় অভিযান চালিয়েছে প্রতœতত্ত¡ অধিদপ্তর ও স্থানীয় সেচ্ছাসেবী
সংগঠন ধ্রæবতারা ইযুথ ডেভলপমেন্ট ফাইন্ডেশন (ডিওয়াইডিএফ)। শুক্রবার সকালে
যৌথভাবে তারা এই অভিযান পরিচালনা করে। বিশ^ ঐতিহ্যের অংশ ঐতিহাসিক
ষাটগম্বুজ মসজিদ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং সড়ক দূর্ঘটনা এড়াতে
নির্দিষ্ট এলাকায় গাড়ী পার্কিংয়ের জন্য বাইরে থেকে আসা পর্যটক ও স্থানীয়দের
সচেতন হওয়ার আহŸান জানান সংশ্লিষ্টরা।
বাগেরহাট-খুলনা মহাসড়ের পাশে বিশ^ ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ
মসজিদ অবস্থিত। প্রতিদিন অসংখ্য পর্যটক মসজিদটি দেখতে আসেন। এই
মসজিদের প্রধান ফটকের সামনে ময়লাআবর্জনা স্তুপ জমে রয়েছে। যা মসজিদের
সৌন্দর্য নষ্ট করছে। স্থানীয় দোকানী ও ঘুরতে আসা পর্যটকরা অসচেতনভাবে
করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
সেচ্ছাসেবী সংগঠন ধ্রæবতারা ইযুথ ডেভলপমেন্ট ফাইন্ডেশনের
(ডিওয়াইডিএফ) সভাপতি কাজী মাহফুজুর রহমান ও পরিবেশ বিষয়ক সম্পাদক
জুম্মান শেখ বলেন, বিশ^ ঐতিহ্যের অংশ ঐতিহাসিক
ষাটগম্বুজ মসজিদ। এখানে দেশি বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন। তারা
অসচেনভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে সৌন্দর্য বিনষ্ট করছেন।
এছাড়া এই এলাকায় গাড়ী পার্কিংও নিয়ম না মেনে করা হচ্ছে। ফলে দূর্ঘটনার
শঙ্কা থাকছে। সবাইকে সচেতন করতে আমাদের সেচ্ছাসেবী সংগঠন
ডিওয়াইডিএফ উদ্যোগ গ্রহণ করেছে।
আমরা ময়লা আবর্জনা পরিস্কার
করলাম। সবাইকে সচেতন হতে হবে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
বাগেরহাট প্রতœতত্ত¡ অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ এই প্রতিবেদককে
বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঢোকার মূখের দুপাশে স্থানীয় লোকজন ও
ঘুরতে আসা দর্শানার্থীরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখে। যার কারনে দেখতে
খারাপ লাগে। প্রতœতত্ত¡ অধিদপ্তর ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ধ্রæবতারা ইযুথ
ডেভলপমেন্ট ফাইন্ডেশন যৌথভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।
মসজিদের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে একটা সামাজিক আন্দোলন
দরকার। সেটি করতে পারলে বাগেরহাটের পর্যটন শিল্প আরও এগিয়ে যাবে।
অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ তিনি আরও বলেন, প্রতিদিন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে অসংখ্য
পর্যটক আসেন। তাদের বহন করে নিয়ে আসা পরিবহণগুলো রাস্তার উপরে পার্কিং
করে রাখে। এতে যেকোন সময় দূর্ঘটনার শঙ্কা থাকে। এতে পর্যটকদেরও সমস্যা
তৈরি হয়। এটার জন্য ট্রাফিক পুলিশ সহযোগিতা করছে। তাই স্থানীয় দোকানীরা
আগামীতে সচেতন হয়ে যেখানে সেখানে ময়লাআবর্জনা না ফেলে নির্দিষ্ট
ডাস্টবিনে রাখার আহŸান জানান এই কর্মকর্তা”AP