সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :

পৌর বিএনপি’র নবনির্বাচিত কমিটি  ভোটারদের বাড়ি মিষ্টি বিতরণ।উত্তাল

এ,বি.এস রতন স্টাফ রিপোর্টার  নওগাঁ  : / ৫১ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপি’র নির্বাচনে বিজয় হওয়ার পর প্রায় ১০ মন মিষ্টি ও এক হাজার ফুলের মালা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ফুলের মালা ও মিষ্টি ভোটারদের মুখে তুলে দিলেন, পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি সহিদুর রহমান সরকার, ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র নেতা আলহাজ্ব হানজালা। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামিম কবির মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের মালা ও মিষ্টি দিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ভোটাররা বলছেন ধামইরহাটে এই প্রথম ইতিহাস বিগত দিনে আমরা দেখছি, নেতা নির্বাচিত হওয়ার পর নেতার বাড়িতে গিয়ে ফুলের মালা দিতে হতো আমাদের। এবার দেখলাম তার উল্টাটা আমরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছি নেতারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে ফুলের মালা ও মিষ্টি খাওয়ায়ে আমাদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন, আমরা ধন্যবাদ জানাই এরকম নেতা যেন সারা বাংলাদেশে একটি করে থাকে, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে বলে জানান তারা। সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বলেন জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বলেন আমাদের জননেতা শামসুজ্জোহা খানের নেতৃত্বে পৌর নির্বাচনে নির্বাচিত হয়েছি। ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দিয়ে ভোটারদের সঙ্গে তাদের সুখ-দুঃখের কথাগুলো আমরা শুনতেছি, সভাপতি সহিদুর রহমান সরকার, বলেন আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপি’র আদর্শ বুকে ধারণ করে জনগণের ভোটে বিজয়ী হয়েছি, এবং জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই,যার কারণেই আজকে আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর