বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে হরিন শিকারের
ফাঁদসহ ৫ চোরা শিকারী আটক
মাসুম হাওলাদার , বাগেরহাট।
বাগেরহাটের পূর্ব- সুন্দরবনের চরখালী এলাকা থেকে হরিন
শিকারের ফাঁদসহ ৫ জন চোরা শিকারীকে আটক করেছে
বনরক্ষীরা। এ সময় চোরা শিকারীদের ব্যবহ্নত একটি ট্রলার জব্দ করা
হয়েছে। সুন্দরবনের ওই এলাকায় মঙ্গলবার বিকেলে ফাঁদ পেতে
হরিণ শিকারের সময় কর্তব্যরত বনরক্ষীরা হাতে-নাতে তাদের
আটক করে। আটক শিকারীরা হলো বরগুনা জেলার পাথরঘাট
উপজেলার মিন্টু বিশ^াস, বাদল বিশ^াস, বিধান চন্দ্র, সুমন্ত ও
মন্টু। সুন্দরবন বিভাগ জানায় , সুন্দরবনের শরনখোলা রেঞ্জের বগী
ফরেষ্ট ষ্টেশন ও চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী
ফরেষ্ট টহল ফাঁড়ির ছালুয়ার খাল এলাকার বন থেকে ফাঁদ পেতে
হরিণ শিকারের সময় ৫ জন চোরা শিকারীকে আটক করেন। এ
সময় চোরা শিকারীদের কবল থেকে বিপুল পরিমাণ হরিণধরা
নাইলনের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। পূর্ব সুন্দরবন
বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ
সবুর বলেন, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে একটি
মামলা রেকর্ড করা হয়েছে । বুধবার বাগেরহাট আদালতে তাদের
চালান দেওয়া হয়েছে।##