দোবাড়ীয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক
শিক্ষা সফর- ২০২৫ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী দোবাড়ীয়া ক্যাডেট মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর-
২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অত্র প্রতিষ্ঠানের আয়োজনে বাগেরহাটের
ঐতিহ্যবাহী চন্দ্রমহল ও খান জাহান আলী (রহঃ) মাজারে এ বার্ষিক শিক্ষা সফরের
আয়োজন করে।
এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডাকুয়া আলী আজগর,
সেক্রেটারী সরদার ফরিদুর রহমান, পরিচালক এসএম খালিদ হোসেনসহ গন্যমান্য
ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এ বার্ষিক শিক্ষা সফরে অংশগ্রহন করে।
শিক্ষা সফরে শিক্ষার্থীদের জন্য ফেলুন ফাটানো প্রতিয়োগীতা ও অভিভাবকদের জন্য
বালিশ নিক্ষেপ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে
দেওয়া হয়।
দোবাড়ীয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক এসএম খালিদ হোসেন বলেন, ১৯৯৮
সালে দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ায় আমরা
২০২৫ সালে সম্পূর্ন নতুন আঙ্গিকে ক্যাডেট মাদ্রাসা হিসেবে পারিচালনা
করছি। খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের পড়াশুনার গুনগতমান ভালো হওয়ায় আশা
অনুযায়ী ছাত্র ছাত্রী ভর্তি হচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানিক
সকল সুযোগ সুবিধা অব্যাহত থাকবে বলে জানান তিনি।