।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্কিলস ট্রেনিং ফর
এডভান্সিংরিসোর্সসেস(ষ্টার) প্রকল্প কাজের সমাপনী অনুষ্ঠান করা
হয়েছে। বাগেরহাট জেলা সদরের সুন্দরঘোনা এলাকায় ব্র্যাকের আঞ্চলিক
অফিস কার্যালয়ে সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি
ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহম্দে কামরুল হাসান। সংস্থার
দক্ষত উন্নয়ন কর্মসুচীর খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আবু সাইদের
সভাপতিত্বে৷ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা
এসএম নুরুন্নবী।
অনুষ্টিত এ সভায় প্রকল্প কাজের লক্ষ্য -উদ্দেশ্য ও বাস্তবায়ন
বিষয়ে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তা
মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন ১৪ থেকে ২২ বছর বয়সের স্কুল ড্রপ
আউট ছেলে-মেয়ে, তালাকপ্রাপ্ত ও বিধবা নারী এবং প্রতিবন্ধিদের
যাচাই-বাছাই করে এ প্রকল্পের আওতায় নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে
প্রশিক্ষনের ব্যবস্থা ও কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এ সভায়
ষ্টার প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে তাদের অভিজ্ঞতা বিষয় নিয়ে উন্মুক্ত
আলোচনায় বক্তব্য রাখেন ফার্নিচার ব্যবসায়ী সরদার ফিরোজ মাহমুদ,
বিউটি পার্লারের জান্নাতুল মাওয়া, কম্পিউটার প্রশিক্ষন নেওয়া রিয়া
আক্তার, প্রতিবন্ধি সজিব, প্রিয়াংকা দাস ও নাজিম উদ্দিনসহ অন্যরা।
।স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএম
ইদ্রিস আলম। সকলের বক্তব্য শোনার ব্র্যাকের এই প্রকল্প কাজের বাস্তবতা
নিয়ে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান
বলেন, হাতে-কলমে এভাবে কাজ করলে আমাদের দেশের বেকার সমস্যা
হ্্রাস হবে। আর দক্ষতা উন্নয়নে ব্র্যাকের ষ্টার প্রকল্পের ন্যায় অন্য
এনজিওরা এলাকাভিত্তিক কাজ করলে সমাজের সুবিধা বঞ্চিত সকলেই
কর্মসংস্থানমুখী হবে। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন
কর্মসুচীর যশোর জেলা ম্যানেজার শেখ সোবহান।#