পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বাগেরহাটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরাতন পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার বৃক্ষরোপণ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন শোভা আরিফ সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বাগেরহাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়। তিনি পুনাকের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নারীদের কর্মদক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ মহিদুর রহমান, জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং পুনাকের সদস্য মোছা: শাপলা খাতুন সহ পুনাক এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যগন।