বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় একের একের গরু চুরির
অংশ হিসাবে রবিবার ভোররাতে ৩ টি পরিবারের গোয়াল থেকে ১টি
বাছুরসহ ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে, কাড়াপাড়া
পুর্বপাড়া এলাকার সিরাজুল ইসলাম হীরার একটি গাভীসহ বাছুর,
প্রতিবেশী উত্তম দাসের একটি ও পুলক দের একটি গরু চুরি হয়।
ক্ষতিগ্রস্থরা জানান, রবিবার রাত ৪ টার দিকে দুবৃর্ত্তরা গোয়ালের দরজা
ভেঙ্গে পর্যায়ক্রমে গরুগুলি বের করে ভিতরে সিটখালী একটি বড়
মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। গাড়ীতে গরু উঠানোর সময় টের
পেয়ে গরু মালিকরা ডাক-চিৎকার দিয়ে বের হলেও গাড়ী আটক করতে
পারে নাই। এ বিষয়ে গরু মালিকরা রবিবার দুপুরের দিকে বাগেরহাট সদর
মডেল থানায় অভিযোগ করেছে বলে জানান। বাগেরহাট পুলিশ অফিসের
মিডিয়া সেলের পরিদর্শক কাজী শাহিদুজ্জামান বলেন, কাড়াপাড়া
এলাকায় গরু চুরির খবর পেয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। এ বিষয়ে
আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, ওই এলাকা থেকে এর
কয়েকদিন আগে এক পরিবারের ৯টি গরু চুরি করে নিয়ে যায়।#az