বাগেরহাটের মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)
স্টোররুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণ-সামগ্রী উদ্ধার
করেছে স্থানীয় কতিথ নাগরিক কমিটির সদস্যরা। আইন প্রয়োগকারী
সংস্থা ছাড়াই নাগরিক কমিটির সদস্যরা গত সোমবার দুপুরে ওই
ষ্টোররুমে তল্লাশি করে বস্তা ও কার্টুন ভর্ত্তি চাল, ডাল, চিনি, চিড়া,
গুড়, স্যালাইন ও বিস্কুটসহ ত্রাণসামগ্রী। জানা গেছে, ঘূর্ণিঝড়
রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্যসামগ্রী বরাদ্দ করেছিল তৎকালীন
সরকার। তবে এসব সামগ্রী বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে
মজুত করে রাখা হয়েছিল। এ ছাড়াও নাগরিক কমিটির অভিযানে
ঘটনাস্থ থেকে বেশকিছু কম্বল উদ্ধার করা হয়। এসব খাদ্যসামগ্রী ও
কম্বল উদ্ধার অভিযানে ছিলেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির
প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম
শুভ, মো. সোহেল ও মো আব্দুল্লাহ। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম সংবাদকর্মীদের বলেন,
‘বিষয়টি জানার পর পরবর্ত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের
নির্দেশনা দেয়া হয়েছে।#