সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
Notice :

জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা

রিপোর্টারের নাম / ৯৪ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এক সপ্তাহ পার না হতেই জমে উঠছে এ মেলা। প্রতিদিনই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভীড়।
মেলা কর্তৃপক্ষ জানায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে কল্যাণ সমিতির মাঠে শিল্প ও বাণিজ্য মেলার জন্য মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে। ৪ ফেব্র“য়ারি শুরু হওয়া মেলা চলবে ৬ মার্চ পর্যন্ত। মাসব্যাপী এ মেলায় শিশু, কিশোর, তরুণ তরুণীসহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকেই বাড়তে শুরু করে মেলায় দর্শনার্থীর ভিড়। প্রতিদিন মেলা চালু থাকে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শতাধিক স্টল। কুঠির শিল্প, হস্ত শিল্প, রকমারি পোশাক, বিভিন্ন ধরনের আসবাবপত্র বাহারি প্রসাধনীসহ রঙ বেরঙের খাবার বিক্রি হচ্ছে স্টল গুলোতে। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে নাগর দোলা, চরকীসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। দীর্ঘদিন পরে মাসব্যাপী বাণিজ্য মেলা হওয়াতে উৎফুল­ খুলনাবাসী এবং মেলায় আসা দর্শনার্থী।”
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মোঃ রাজু বলেন, বিগত কয়েক বছর আমাদের এলাকায় এই ধরনের মেলা বসে না। এই মেলা বসাতে শিশুসহ আমরা অনেক আনন্দ উপভোগ করছি। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ম্যাজিক নৌকা, নাগর দোলাসহ হরেক রকমের খেলনা।
স্টলের বিক্রেতা মোঃ সিয়াম বলেন, দুপুরের পর থেকেই মেলা জমতে শুরু করে। আশা করি দিন যত বাড়বে, তত বেশি জমবে মেলা।”
উলে­খ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্ট এ মেলার আয়োজক।smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর