বাগেরহাটের চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যপি এই ক্রিড়াও
সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার সাবেক ৪ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা
স্মারক প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কৃতী শিক্ষার্থী শেখ কামরুল ইসলাম(এম.এ.) জানান, এই বিদ্যালয় থেকে তিনি
১৯৯৭ সালে এস.এস.সি পাশ করেন। এখানে রয়েছে তার শৈশব ও কৈশরের
স্মৃতিগাথা; এই প্রতিষ্ঠান তাকে সম্মানিত করায় তিনি ধন্য ও গর্বিত বলে
গনমাধ্যমের কাছে অভিব্যক্তি প্রকাশ করেন। মোঃ কামরুল ইসলাম এজন সফল
ব্যবসায়ী। তিনি ম্যানেজিং পার্টনার এম.আই. ট্রেড এ্যাসোসিয়েটস্
কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট।
বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক, সদালাপি ও পরোপকারি শেখ কামরুল ইসলাম
বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণী ডর পুর্বপাড়া গ্রামের সম্ভ্রান্ত
শেখ পরিবাওে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম রোকোনদ্দীন শেখ ছিলেন বাংলাদেশ
আওয়ামী লীগ চিতলমারী উপজেলা শাখার একজন সফল সভাপতি ও সাদামনের মানুষ।
কামরুল ইসলাম সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।#ak