নির্বাহী চেয়ারম্যান সচিব নাসরিন আফরোজ বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিদর্শন। মাসুম হাওলাদার বাগেরহাট
বাগেরহাট ৮ ফেব্রুয়ারী -২০২৫ (বাসস)প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব নাসরিন আফরোজ (নির্বাহী চেয়ারম্যান সচিব) বাগেরহাট লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিদর্শন করেন। আজ সকাল সাড়ে ৮ টায় ঐতিহাসিক পচাদিঘীর পাড়ে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশন ও উসেকা সরেজমিন পরিদর্শন শেষে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি রকেট স্পোর্টিং ক্লাবের পক্ষথেকে মুক্ষাইটে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন।এরপর সচিব নাসরিন আফরোজ কে আনুষ্ঠানিক ভাবে লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষথেকে সন্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও বাগেরহাট জেলা আইনজীবি পরিষদের সভাপতি এড মোশাররফ হোসেন, এড কাজল ও সরকারি এজিপি এড হিরক মিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি একে একে পর্যায়ক্রমে লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি, স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস,বেশরগাতি সায়েন্স এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, গুনীজন শিক্ষক মরহুম লতিফর রহমানের বাড়ি, বায়তুল লতিফ জামে মসজিদ পরিদর্শন সহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের আওতায় যে সকল পরিকল্পনা নেওয়া হয়েছে সরেজমিন সে সকল পরিকল্পনা স্থল ঘুরে ঘুরে দেখে খুবই সন্তষ্টি প্রকাশ করেন। তিনি এখানকার অসহায় দুস্থ গরীব রোগীদের জন্য লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহের ফ্রি মেডিকেল ক্যাম্প ঘুরে রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলেন।পরিদর্শন কালে মন্তব্য বইয়ে তিনি তার সফরের অভিজ্ঞতা বর্ননা করে স্বাক্ষর করেন। এ সময় বেশরগাতি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা শামীম বেগ,সরদার নাসির উদ্দিন লনি, বোরহান উদ্দিন, সাজ্জাত হোসেন, এমরান হোসেন, সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রটোকল কর্মকর্তা ও বর্তমান সচিব ডক্টর ফরিদুল ইসলাম তার বাবার নামে এই ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প বাস্তবায়নাধীন।azr