সাংবাদিক নির্যাতনে তীব্র নিন্দা
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের রেল রোডস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা দায়ের এবং সন্ত্রাসী হামলায় হওয়ার ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এবং সঞ্চালনা করেন
যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াদুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক খান মাহবুবুর রহমান বাদল, নির্বাহী সদস্য বকতিয়ার হোসেন (ডালিম), তিশা খানমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।