নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) ভোরে তাকে গ্রেফতার করা হয়।”
গ্রেফতারকৃত হৃদয় হল উপজেলার কাজিয়াটি এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। গ্রেফতারের বিষয়টি মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।”
পুলিশ জানায়, প্রায় ৬ মাস আগে মাদকের একটি মামলায় হৃদয়ের এক বছরের সাজা দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন হৃদয়। গোপন সংবাদে মঙ্গলবার ভোরে কাজিয়াটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। ভোরে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।bl