December 23, 2024, 4:15 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যে লক্ষ্যের কথা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক 309 বার
আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সামজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মোদির অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করা হয়।

এক্স-এ দেওয়া সেই স্ট্যাটাসে মোদি বলেছেন, ‘শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com