সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
Notice :

অনূর্ধ্ব-১৭ উদ্বোধন.জাতীয় গোল্ডকাপ ফুটবলে যশোরকে টাইব্রেকারে হারালো নড়াইল

ক্রীড় প্রতিবেদক: / ৯৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের বালিকা অনূর্ধ্ব-১৭’তে যশোর জেলা বালিকা দলকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করেছে নড়াইল জেলা বালিকা দল। দিনের দ্বিতীয় ম্যাচে বালক বিভাগে নড়াইল জেলা টাইব্রেকারে ৪-৩ গোলে যশোর জেলা দলকে পরাজিত করেছে।”
মঙ্গলবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এবারের টুর্নামেন্টে বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছে ২২ টি দল।”

উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার সকালে বালিকা অনূর্ধ্ব-১৭ তে নড়াইল জেলা ও যশোর জেলা অংশ নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র ছিল। ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে নড়াইলের পক্ষে প্রথম গোল করেন এশা রানী সরকার। মাত্র এক মিনিটের ব্যবধানে ম্যাচের ২৫ মিনিট চলাকালে যশোরের পক্ষে ফাতেমা গোল করে সমতায় ফেরান।”

দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ৩২ মিনিটে সুমি খানম নড়াইলের পক্ষে গোল দিয়ে ২-১ গোল দিয়ে দলকে এগিয়ে রাখে। তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নড়াইল বালিকা দল। ম্যাচের ৪১ মিনিটে যশোরের পক্ষে গোল দিয়ে ২-২ গোলে সমতায় ফেরান সুস্মিতা। নির্ধারিত সময় শেষে খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে যশোর জেলা বালিকা দলকে ৩-১ গোলে পরাজিত করে নড়াইল জেলা বালিকা দল।

অপরদিকে মঙ্গলবার দুপুরে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নড়াইল জেলা ও যশোর জেলা বালক অংশ নেয়। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র ছিল। ম্যাচের প্রথমার্ধের ২০ মিনিটে যশোরের পক্ষে প্রথম গোল করেন সিয়ান হোসেন। ৩৪ মিনিটের খেলা চলাকালে নড়াইলের পক্ষে নব সরকার গোল করে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ৪০ মিনিটে তামিম শেখ নড়াইলের পক্ষে গোল করে দলকে এগিয়ে রাখে। ম্যাচের ৫৫ মিনিটে যশোরের পক্ষে টাইব্রেকারের সুযোগ পেয়ে গোল দিয়ে ২-২ গোলে সমতায় ফেরান জিহাদ হোসেন। নির্ধারিত সময় শেষে খেলা গড়াই টাইব্রেকারে। টাইব্রেকারে নড়াইল জেলা ৪-৩ গোলে যশোর জেলা বালক দলকে পরাজিত করে।”

এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ কুতুব উদ্দিন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোস্তাক উদ্দীন। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর