সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
Notice :

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

এবিএস রতন নওগাঁ / ৯৮ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছী উপজেলার পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার পরশুরামপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ছেলে মোঃ হোসাইন (২৯), একই এলাকার মোঃ ফরহাদ হোসেন ছেলে মোঃ সাহাদাত হোসেন শামীম (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের মোঃ মামুনুর রশিদ ছেলে মোঃ ছামীউল হাসান (১৯)কে গ্রেফতার করা হয়। এসময় মো: রাসেল (২৮) নামে এক আসামী পালিয়ে যায়।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামী হোসাইন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাহাদাত, ছামিউল ও পলাতক রাসেল এর মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল হোসাইন, সাহাদাত, ছামিউল ও পলাতক আসামী রাসেল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। পশুরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হোসাইন, সাহাদাত ও ছামিউলকে আটক করে এবং পলাতক আসামী রাসেল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে হোসাইন, সাহাদাত ও ছামিউল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়।

বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহজাহান আলী  আলী  বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর