বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর খাজুরা এলাকায় ডাকাতির
প্রস্তুুতিকালে এলাকাবাসীর সহায়তায় ৫ জন ডাকাত সদস্যকে
গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাতদের ব্যবহ্নত
একটি পিক-আপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ এমদাদুল
আকন(৪০), রবিউল সেখ (৩৮), নাজমুল হোসেন বাপ্পী (৪২), মাসুদ
হাসান (৩৬) ও শহীদুল ইসলাম (৪৩)। এরা বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফকিরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার লকপুর ইউনিয়নের
খাজুরা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি পিক-আপ নিয়ে
৫/৬ জন লোক সন্দেহজনক অবস্থান করছে দেখতে পেয়ে স্থানীয়রা থানা
পুলিশ কে খবর দেয়। এ খবর পেয়ে ফকিরহাট মডেল থানার এসআই আশিক
রেজার নেতৃত্বে একদল পুলিশ ফোর্স দ্রæত ওই এলাকায় অভিযান
চালাতে গেলে ডাকাতরা পিক-আপ রেখে পালানোর চেষ্টা করে। এ সময়
স্থানীয়দের সহায়তায় পুলিশ ৫ জন কে আটক করেত সক্ষম হয়। এদের
নিকট থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরজ্ঞাম উদ্ধার এবং
তাদের ব্যবহ্নত একটি পিক-আপ জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার ওসি
আলমগীর কবীর জানান, আটককৃরা আন্তঃ জেলা চোর ও ডাকাত
গ্রæপের সদস্য। এদের বিরুদ্ধে বিগত সময়ে একাধিক ডাকাতি ও
চুরির মামলা রয়েছে।#