দীর্ঘ প্রায় দেড় যুগ পরে সংগঠনের পরীক্ষিত কর্মীরা উৎসবমুখর পরিবেশে বাগেরহাট পৌর সভার গুরুত্বপূর্ণ ৩ নং ওয়ার্ডে (১লা ফেব্রæয়ারী) শনিবার দশানি যদুনাথ স্কুল এন্ড কলেজে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৪২ জন ভোটারের মধ্য ১৩৫ জন জন ভোটার তাদের ভোটাধিকার পোয়োগ করেন। সভাপতি পদে এ্যাডভোকেট এসকেন্দার আলী ৮৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ বেরহান হোসেন ৯০ ভোট, সাধারণ সম্পাদক পদে আজম আলী মোল্লা ১০১ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আবুল হাসান ( ইনসান) ৮৪ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রেজাউল করিম গোলে ৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানের সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা উপস্থিত ছিলেন।rj