সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
Notice :

পুর্ব-সুন্দরবনে আরো একটি কুমিরস্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হয়েছে।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: / ১১০ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন


জীবনাচরণ সম্পর্কে জানতে বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে আরো
একটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের
খালে ছাড়া হয়েছে। রবিবার বিকেলে পূর্বÑসুন্দরবনের চাঁদপাই রেঞ্জের
চরাপুটিয়া এলাকায় খালে এ কুমরিটি অবমুক্ত করা হয়। সুন্দরবন বিভাগ
জানায়, কুমিরের জীবনাচরণ ও গতি-প্রকৃতি সম্পর্কে জানতে
একটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে খালে অবমুক্ত
করায় সুন্দরবনের নদীতে কুমিরের চলাচল ও অবমুক্ত করা কুমিরের বেঁচে
থাকা সম্পর্কে জানা যাবে। বন বিভাগ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক
সংস্থাগুলোর আন্তর্জাতিক জোটের (আইইউসিএন) সহযোগিতায় এর
আগে ২০২৪ এর মার্চ মাসে সুন্দরবনের নদী-খালে স্যাটেলাইট
ট্রান্সমিটার বসিয়ে ৪টি কুমির অবমুক্ত করা হয়। রবিবারে অবমুক্ত করা
কুমিরটির জন্ম ও বেড়ে ওঠা বন বিভাগের মোংলা করমজল বন্য প্রাণী
প্রজনন কেন্দ্রে। এর বয়স ১২ বছর। প্রায় ২০ কেজি ওজনের স্ত্রী কুমিরটি
সুন্দরবনে ছাড়ার পর থেকেই তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। করমজল
বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন,
গবেষণার মাধ্যমে কুমির কোথায় যাচ্ছে, কুমিরের জীবনাচারণ ও
খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যাবে। বর্তমানে বাংলাদেশে কেবল সুন্দরবন
এলাকাতেই প্রাকৃতিক পরিবেশে লোনাপানির কুমির দেখা যায়।
পরিবেশে লোনাপানির কুমিরের এই প্রজাতির প্রজনন খুব একটা হচ্ছে
না। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের
তালিকায় লোনাপানির কুমিরকে বাংলাদেশে বিপন্ন প্রজাতি হিসেবে
তালিকাভুক্ত করা হয়েছে। এই কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য
২০০০ সালে সুন্দরবনের করমজলে বন বিভাগের উদ্যোগে কুমির
প্রজননকেন্দ্র স্থাপন করা হয়। অবমুক্ত করা কুমিরটি এ কেন্দ্রেই লালন-পালন
করা। এর আগে ২০২৪ সালের ১৩ থেকে ১৬ মার্চ সুন্দরবনে স্যাটেলাইট
ট্রান্সমিটার বসিয়ে ছাড়া চারটি কুমিরের মধ্যে দুটি ছিল পুরুষ ও
দুটি স্ত্রী। বন বিভাগের তথ্য অনুযায়ী, ওই কুমিরগুলো অবমুক্তের এক
মাসের কাছাকাছি সময়ে একটি কুমির প্রায় ১৫০ কিলোমিটার
এলাকা ঘুরেছিল এবং সুন্দরবন এলাকার বাইরে চলে যায়। প্রায় এক মাস
পর ১২ এপ্রিল রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের
দক্ষিণ শৈলদাহ গ্রামের পুকুর থেকে উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্তকরা হয়। অবমুক্ত করা ৪টি কুমির এখনো সুন্দরবনের ভেতরে আছে বলে
জানান বন কর্মকর্তা আজাদ কবির।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর