সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
Notice :

রাস্তার পাশ থেকে শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

খুলনা অফিস: / ৯৯ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

মাগুরা সদরের জাগলা চারা বটতলা এলাকায় রাস্তার পাশ থেকে এক শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।”

ওই নেতার নাম রফিকুল ইসলাম রুমন (৪০)। তিনি মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।”

নিহত রুমন মাগুরা জেলা শ্রমিক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের লাইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শহরের পারলা এলাকায় বসবাস করা রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে।”

নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরদিন ভোর রাতে খবর আসে চারা বটতলা এলাকায় রুমনের মরদেহ পড়ে আছে।

তিনি বলেন, জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। যেখানে তিনি মাঝে মাঝে যাত্রী পরিবহন করতেন। তাদের সঙ্গে কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সন্দেহ রয়েছে।

মিলন আরও বলেন, রুমনের মরদেহ থেকে বেশ খানিকটা দূরে হাতের গ্লাভস পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানান।”

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, রুমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেও স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, রুমনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।”smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর