মৎস্যঘের জোর দখল ও ধারাবাহিক লুটপাটে আলোচিত বাগেরহাটের
মোড়েলগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসুচী পালন
করেছে গ্রামবাসী। সম্প্রতি সময়ে সন্ত্রাসীদের জনপদে পরিনত
মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রাম। ভরা মৌসুমে একের পর এক
চিংড়ি ঘের জোর দখল, দোকানপাট ভাংচুর ও বসত বাড়িতে হামলা
লুটপাট সহ দূস্কৃতকারীদের অপতৎপরতায় অতিষ্ট গ্রামের সাধারণ মানুষ
বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ধারাবাহিক অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে
শনিবার বেলা ১১ টায় উপজেলারন বহরবুনিয়ার কাজী মার্কেট এলাকায়
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রামবাসি। এ
মানববন্ধনে ক্ষতিগ্রস্থ গ্রামের শত শত নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অংশ গ্রহনকারী বাবলু মৃধা. রেজাউল মৃধা, ইউনুছ মৃধা,
হীরা বেগম ও জাহিদসহ অন্যরা প্রকাশ্য অভিযোগ করে বলেন, এক সময়ে
আ’লীগের দোষর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জহিরুল মৃধা, মোকছেদ
ডাকুয়া, মুকুল মৃধা, মহিদুল,মাহফুজ, আরিফুল, জাকির, গোলাম
রসুল, ছলেমান ও জিয়া বর্তমানে বিএনপির তকমা লাগিয়ে বিএনপির
তৃন্যমূল নেতাকর্মীদের উপর অত্যচার সহ গ্রামজুড়ে অপরাধমূলক
কর্মকান্ড চালাচ্ছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার
হয়েছে। এ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষুদ্ধ গ্রামবাসী
মানববন্ধনে অংশ নিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি
জানিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন ভুক্তভোগী
গ্রামবাসি।#৷ az