বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন (থ্রি হুইলার) উল্টে চালকসহ
দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে মোংলা
উপজেলার গাছির মোড় এলাকার একটি কালভার্টের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে
রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের জাফর মোল্লার
ছেলে দিদার মোল্লা (৩২) বছর।
স্থানীয়দের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান
বলেন, বুধবার রাত দুইটার দিকে মোংলা উপজেলার অভ্যন্তরীণ
সোনাইলতলা-টু পেড়িখালী সড়কের গাছির মোড় এলাকার কালভার্টের সামনে
পৌঁছে দ্রæতগামী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তুপ করে রাখা
পাথরের উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক দিদার মোল্লা ও শ্রমিক রোকন উদ্দিন
মারা যান। নছিমনে থাকা অন্য দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য
বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নছিমনটি মোংলা
থেকে পেড়িখালী এলাকায় যাচ্ছিল। রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে নছিমন
চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা এই পুলিশ
কর্মকর্তা#