January 15, 2025, 12:38 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: 28 বার
আপডেট সময় : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫


বাগেরহাট জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন গ্যাসের দোকান ও হোটেলে অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) অভিযান পরিচালনাকালে দোকানে ভাউচার না রাখার অপরাধে মেসার্স মিরাজ এলপি গ্যাসকে ২,০০০/- এবং হোটেলে রং ব্যবহারের অপরাধে মায়ের দোয়া হোটেলকে ৩,০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২,৪৫ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রাণিজ সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ভেটেরিনারি সার্জরি কুমার জ্যোতির্ময় রায়,বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আরমান শিকদার ও মিরাজ শেখ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com