January 10, 2025, 7:25 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

৭০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন 

ঢাকা অফিস: 16 বার
আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

শীতে কাপছে সারাদেশ।আবহাওয়া অফিস বলছে,পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে।আজ ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জ দরিদ্র শীতার্ত মানুষের জন্য ছিলো আনন্দের। আয়োজন সুত্র জানায়, এই এলাকায় ৭০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।”

এ সময় কেরানীগঞ্জ উপজেলার গদারবাগে ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি (প্রাঃ) লিঃ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর” মুহাম্মদ আসাদ রাসেল’ সহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের একাধিক পরিচালক।

দরিদ্র শিশু শিহাব (৯) জানান, শীতে ভীষণ কস্ট পাচ্ছিলাম পরিবার নিয়ে।এতো টাকা নাই বড়লোকদের মতো তাই কিনতে পারিনি।আজ সাহেবেরা আমাদের জন্য করায় ভীষণ খুশী।কি কি পেলে এই প্রতিবেদকের এমন প্রশ্নে জানায়, দুইটা কম্বল পেয়েছে তার পরিবার।”

দরিদ্র ভ্যান ড্রাইভার মহিবুল (৫৬) জানান, আল্লাহ হেগো ভালো করুক বলতেই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন জানিয়ে বলতে গিয়ে গলা কাপছিলো তার। শাহানা আক্তার (৪২)জানান, খুব ভালো লাগছে। যারা দিয়েছে তাদের জন্য অনেক দোয়া।

কেরানীগঞ্জের স্থানীয় সাংবাদিকগন জানান, আজই বড় শীতবস্ত্র বিতরণে ৭০০ মানুষ সহায়তা পেয়েছেন। যেটা বেশ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।”bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com