January 6, 2025, 1:07 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

নগরীতে যৌথবাহিনীর অভিযান, সন্ত্রাসী চিংড়ি পলাশ ও তার স্ত্রী আটক

খুলনা অফিস: 24 বার
আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

খুলনার আলোচিত সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ী পলাশ ও তার স্ত্রী তিতলীকে আটক করে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ্য ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার পলাশ নগরীর ২২নং গোবরচাকা এলাকার জনৈক সুলতান তালুকদারের ছেলে।
পলাশের আটকের বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তদন্ত হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম। তিনি বলেন, সন্ত্রাসী গ্রেফতারে যৌথবাহিনী নগরীতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৯ রাত ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কে (সে সকল সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য) আটক করা হয়। পরবর্তীতে, পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তলাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। আটক হওয়ার পর তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসী পলাশকে আটকের খবর জনার পর এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা।

উলে­খ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

SMK


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com