সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
Notice :

বাগেরহাটে বৈশাখী টিভি ২০তম প্রতিষ্ঠা উদযাপন।উত্তাল  

 বাগেরহাট সংবাদদাতা: / ১০৯ বার
আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বৈশাখী টিভির বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন এর পরিচালনায় ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম ফরাজী, জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ সিকদার, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,  প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ সিনিয়র সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তিত্বসহ বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিষ্ঠার এই দিনটি আমাদের জন্য গর্বের ও বড়ই আনন্দের। ২০টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ চলা সম্ভব হয়েছে যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনও আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণে। টেলিভিশনটির  যাত্রার শুরু থেকেই দর্শকদের কথা চিন্তা করে বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে। ভবিষ্যতেও দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এমনি প্রত্যাশা বক্তাদের । আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য  র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, সফলতার সাথে  ২০ বছরে পদার্পণ করছে বৈশাখী টেলিভিশন। বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় টেলিভিশন চ্যানেলটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর