December 24, 2024, 5:16 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে বাগেরহাট পুলিশ সুপারের মত বিনিময় সভা।উত্তাল

বাগেরহাট প্রতিনিধি: 38 বার
আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

 মাসুম হাওলাদার:

 পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  আগামী ২৫শে ডিসেম্বর  আসন্ন  “বড়দিন” উপলক্ষে বাগেরহাট জেলার নয়টি উপজেলার সকল গীর্জার ফাদারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(২৩ শে ডিসেম্বর)

উক্ত মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার  মোঃ তৌহিদুল আরিফ ।

মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলা থেকে  আগত খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং বড়দিন উদযাপনের বিষয়ে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে পুলিশ সুপার এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এসময় বাগেরহাট জেলা পুলিশ সুপারতৌহিদুল আরিফ ।

বলেন, আসন্ন বড়দিন-২০২৪ উদযাপনে জেলার গীর্জাসমূহের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট কার্যক্রম শুরু করেছে। এছাড়া সকলকে উৎসবমুখর পরিবেশে আসন্ন বড়দিনের উৎসব পালন করার আহবান জানান। সভায় উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করার জন্য পুলিশ সুপার, বাগেরহাট কে সাধুবাদ জানান।

পরিশেষে পুলিশ সুপার, বাগেরহাট  বড়দিনের অগ্রিম শুভেচ্ছা এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন  মুশফিকুর রহমান তুষার, সহকারী পুলিশ সুপার(মোংলা সার্কেল), বাগেরহাট; কাজী শহিদুজ্জামান, ডিআইও-১, ডিএসবি; মোঃ সাইদুর রহমান, পিপিএম, অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর মডেল থানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।pls


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com