December 23, 2024, 4:09 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

নওয়াপাড়া পৌর মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টশেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক 307 বার
আপডেট সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪



নওয়াপাড়া পৌরসভা আয়োজিত পৌর মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনার শেখ কামাল স্মৃতি সংসদ। শুক্রবার (৯ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় নওয়াপাড়া শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা হারিয়েছে রাজবাড়ী জেলা ফুটবল দলকে। নির্ধারীত সময়ে খেলাটি ২-২ গোলে অমিাংসীত ভাবে শেষ হয়। ফলে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে শেখ কামাল স্মৃতি সংসদ ৮-৭ গোলে রাজবাড়ী জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে গোল ২টি করে নাইজেরিয়ান খেলোয়াড় কেসি। রাজবাড়ী জেলা ফুটবল দলের পক্ষে গোল ২টি পরিশোধ করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন ও ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন শেখ কামাল স্মৃতি সংসদের গোলকিপার আমির। দলের টিম ম্যানেজার ছিলেন মো. মনিরুজ্জামান মহসীন এবং কোচ ছিলেন মুরাদ।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি যশোর-৪
আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। নওয়াপাড়া পৌরসভা মেয়র সুশান্ত কুমার মন্ডল শান্ত’র সভাপতিত্বে এবং টুর্ণামেন্টের সম্পাদক মঈনুল জহুর মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা পিপি অ্যাডভোকেট এনামুল হক, এপিপি অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, সান স্পোটিং ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম টুটুল, এসবিআলী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, জিয়া, শিমুলসহ বিপুল পরিমান দর্শকবৃন্দjl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com