January 10, 2025, 5:09 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

নিয়মিত ত্বকের যত্নে অলিভ অয়েল 

উত্তাল ডেস্ক: 42 বার
আপডেট সময় : শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

 জলপাই কোথায় পাওয়া যায় বলতে না পারলেও জলপাইয়ের তেল এখন বাঙালির ঘরে ঘরে এবং রান্নাঘরে। সেই জলপাইয়ের তেল কাজে লাগতে পারে ত্বকের পরিচর্যাতেও।

বিশেষত শীত কালেও যদি ত্বককে মসৃণ এবং তুলতুলে নরম রাখতে চান তবে জলপাইয়ের তেলই হবে আপনার মুশকিল আসান।”

শুধু তা-ই নয়, রূপটান শিল্পীরা বলছেন, নিয়মিত ত্বক চর্চায় অলিভ অয়েল সংযোজন করলে ত্বকের বয়সও কম দেখায়। কারণ অলিভ অয়েলে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই।

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ওই তেল খেলে যেমন উপকার, তেমনই ত্বকচর্চার ক্ষেত্রেও সমান উপকারী।

কী ভাবে ব্যবহার করবেন?

১। এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে, সম পরিমাণ মধু, লেবুর রস মিশিয়ে তার মধ্যে একটি ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

২। এ বার মুখে, হাতে গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে ওই মাস্ক লাগিয়ে নিন।”

৩। ১৫ মিনিট ওই ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন। তার পরে ইষদোষ্ণ জলে ভালোভাবে ধুয়ে ফেলুন।

৪। হালকা হাতে তোয়ালে বা নরম কাপড়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।”bl


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com