বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বর্শিবাওয়া গ্রামে
যৌথবাহীনির অভিযানে দেশী ও বিদেশী অস্ত্রসহ সুমন শেখ(৩৪) নামের
এক যুবক গ্রেফতার হয়েছে। গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনীর
সদস্যরা বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। আটক সুমন
শেখ ওই গ্রামের শেখ মোশারেফ হোসেনের ছেলে। সুমনের কাছ থেকে
একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি,
পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দু’টি রামদা, একটি
চাইনিজ কুড়াল ও দু’টি পাইপ উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার নবাগত
ওসি মো. রাকিবুল হাসান বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত
করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মোরেলগঞ্জ
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাফরুল হাসান ও আমার (ওসি) নেতৃত্বে
এদিন সকাল থেকে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে সুমন শেখ কে
আটক ও পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র
উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র আইনে
মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।# Az