বাগেরহাট পৌর সভায় ৫ মাসের পাওনা বেতন দাবীতে
মাষ্টাররোলের পরিচ্ছন্নতাকর্মীদের সড়ক অবরোধ ও
কর্মবিরতি,।
বাগেরহাট পৌরসভায় অস্থায়ী ভিত্তিতে কর্মরত দুই শতাধিক
পরিচ্ছন্নতাকর্মী ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে
কর্মবিরতি পালন করছে। রবিবার সকালে তাদের এ কর্মসুচী চলাকালে
পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় পৌরসভার কর্মকর্তা ও
কর্মচারিরা অফিসে ঢুকতে পারেনি। যার কারনে পৌর সভার নিয়মিত
কার্যক্রম সকাল থেকে ব্যাহত হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা
জড়ো হয়ে রাস্তার দুপাশে বাঁশ দিয়ে আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে।
রোববার দুপুরের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছে।
বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কাজে না ফেরারও হুমকি দিয়েছে।
পৌর কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ
চাইছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ গত পাঁচ মাস ধরে
আমাদের বেতন বন্ধ। আমরা বেতন না পেয়েও পরিচ্ছন্নতা কর্মীরা
পৌরসভার কাজ করে যাচ্ছি। আমরা সামান্য বেতন পাই অথচ সময় মত
আমরা তা পাচ্ছিনা। আজ না কাল দেবে বলে আমাদের ঘুরানো হচ্ছে।
আমরা অনেক ধৈর্য্য ধরেছি আর না। আমরা রাস্তায় নেমেছি। আমাদের
বেতন আজকের মধ্যে দেয়া না হলে সব ধরনের কাজ বন্ধ থাকবে বলে
হুঁশিয়ারি দেন তারা। বাগেরহাট পৌরসভার প্রধান হিসাবরক্ষণ
কর্মকর্তা সুব্রত কুমার সমাদ্দার সাংবাদিকদের বলেন, বাগেরহাট
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে।
পৌরসভার প্রশাসক সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য যাচাই বাছাই
করে ২২৭ জনকে বেতন পরিশোধ করতে সম্মত হয়েছেন। কিন্তু পৌরসভায়
সম্প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা যোগদান করে তিনি নতুন করে
পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য আবার যাচাই বাছাই করবে বলছে। এই নিয়ে
জটিলতা শুরু হয়েছে। #